Monday, September 10, 2012

Teacher's Day 2012

                    ডি.এন. বিদ্যামন্দির, শিক্ষক দিবস,  ৫ই সেপ্টেম্বর ২০১২ 
                                     ছাত্রছাত্রীদের প্রতি
                               শুভপদ্ম চাকমা  M.A.B.ED (PGT-DNV)
                                
                                  প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা,
মনে রেখো - 

শুধু জীবন ধারণের থেকে বেশি কিছু মানুষের মত বাঁচা
স্পর্শের থেকে বেশি কিছু অনুভব করা
দেখার থেকে বেশি কিছু নিরীক্ষণ করা
পড়ার থেকে বেশি কিছু হৃদয়ঙ্গম করা
শোনার থেকে বেশি কিছু অনুধাবন করা
                                                                                 (Jhn. H. Rhoades)

তুমি যতই পড়বে ততই শিখবে কিন্তু পড়াশোনার জগতে এইটা কেবল  রীতিই আধুনিককালে শিক্ষার্থীকে হতে হবে সুশিক্ষিত নিজেকে নানা জ্ঞানে  সমৃদ্ধ করতে হবে তাই শুধু বই পড়লেই আদর্শ ছাত্র হওয়া যাবে না একজন আদর্শ ছাত্র হতে হলে  নীচের গুন গুলি  তোমার থাকা চাই-
১। একজন আদর্শ ছাত্র স্বাস্থ্যবিধি মেনে চলবে ধর্মীয় সুনীতি মেনে চলবে ।সে হবে সদা সতর্ক, সৎ, কর্তব্যপরায়ণ, সক্রিয় পরিষ্কার পরিচ্ছন্ন ।
২। সে হবে সামাজিক কঠোর পরিশ্রমী
৩। সে দেশ দেশবাসীকে ভালবাসবে সে দেশ প্রবর্তিত সব রকমের আইন কানুন মেনে চলবে
৪। সে সক্রিয়ভাবে বিদ্যালয়ের খেলাধুলা বিদ্যালয়ের অন্যান্য সহ-পাঠক্রমিক কাজে অংশগ্রহণ করবে শিক্ষক শিক্ষিকাদের সাথে তার আচরণ হবে মার্জিত এবং সহপাঠীদের সাথেও  তাঁর আচরণ হবে মার্জিত বন্ধুত্বপূর্ণ
৫। সামাজিক কাজে তাঁর আগ্রহ থাকবে
৬। একজন আদর্শ ছাত্র কখনো সময়ের অপব্যবহার করবে না কর্তব্য অবহেলা করবে না
৭। জ্ঞান অর্জনের জন্য নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করবে সে সবচেয়ে বেশি ব্যয় করবে জ্ঞান আহরণের জন্য, কেননা , জ্ঞান হচ্ছে সাফল্যের চাবিকাটি
৮। আদর্শ জীবনযাত্রা  হবে তাঁর জীবনের লক্ষ্য
৯। সে সবচেয়ে বেশি জোর দেবে ভালো চরিত্র গঠনে
১০। সে শৃঙ্খলার মধ্যে থেকে জীবন চালিত করবে খারাপ দিক গুলি এড়িয়ে চলবে
  শুধুমাত্র ইতিবাচক চিন্তা করবে যে সকল ব্যক্তি বা শিক্ষকরা ইতিবাচক চিন্তা করতে প্রেরণা যোগান  তাঁদের পরামর্শ গ্রহণ করবে অন্যের সমালোচনাকে ভয় করবে না সেগুলিকে ইতিবাচক যুক্তির মাধ্যমে বিচার-বিশ্লেষণ করে দেখবে, এতে যদি খারাপ কিছু মনে হয় তাহলে সেগুলোকে শোধরাবে বিরুপ সমালোচনা গ্রহণ করবে না
মহানব্যক্তি বা মহাপুরুষদের জীবনী পড়বে, তাঁদের বাণী নীতিগুলিকে গ্রহণ করে  সেগুলি পালন  করবে
    জীবনে সম্মান অর্জন করার চেষ্ঠা করবে শিষ্টাচার অভ্যাস করতে হবে, কারণ শিষ্টাচার অভ্যাসের দ্বারা সম্মান অর্জন করা যায় মা বাবা শিক্ষক শিক্ষিকাদের গভীরভাবে ভক্তি শ্রদ্ধা করবে সঙ্গে সকল অংশের বয়ঃজোষ্ঠ ব্যক্তিদের শ্রদ্ধা করবে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসা পাবার চেষ্ঠা করবে এবং ভালো শিক্ষক শিক্ষিকাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে কারণ * A good teacher is like a candle - it consumes itself to light the way for others. কাউকে মর্যাদা হানিকর কথা বলবে না। কেউ ভালো কাজ করলে তাঁর প্রশংসা করো পর নিন্দা করো না কেউ খারাপ কাজ করলেও তাকে প্রকাশ্যে নিন্দা করো না
  অপরকে সৎ উপদেশ দেওয়াটা একটা মুল্যবান বিষয় সৎ কাজে মানুষকে সহযোগিতা উৎসাহিত করো কাউকে অসৎ কাজে সহযোগিতা উৎসাহিত করো না অন্যকে উপকার করবে, যদি অন্যকে উপকার নাইবা করতে পারলে কিন্ত ক্ষতি করো না কখনো উত্তেজিত হয়ো না সুসময় দুঃসময়ে মাথা ঠাণ্ডা রেখো ধৈর্যশীল হও  
  মা বাবার সাথে অভিমান করো না তাঁদের আঘাত দিও না , জেদ ধরো না, মা বাবা যদি ভুলও করে থাকে তাঁদের ভালো করে বুঝানোর দ্বায়িত্ব তোমার । মনে রেখো মা বাবা তোমার জন্য যা করেছে পৃথিবীতে আর কেউ এমন কাজ করেনি জীবনকে কখনো  সিরিয়াসলি নেবে না কারণ শুধু আনন্দই জীবন নয়, বিষাদও জীবন, সাফল্যই শুধু জীবন নয় ব্যর্থতাও জীবন, স্বাস্থ্যই শুধু জীবন নয়, রোগও জীবন। জীবনে জয়কে যেমন সাদরে গ্রহণ করবে তেমনি পরাজয়কেও সাদরে গ্রহণ করবে জীবনের অবশ্যম্ভাবী বিষয়কে  হাল্কাভাবে গ্রহণ করো হতাশ হবে না, হতাশা একটি রোগ সহনশীল হও কারণ  অসহিঞ্চুতাই হতাশার উৎস জীবনের কোন বড় ধরণের সিদ্ধান্ত নিতে অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করবে  
   সময়ের অপব্যবহার করবে না কারণ হারানো সময়কে কখনো ফিরে পাওয়া যায় না নির্দিষ্ট রুটিন তৈরি করে পড়বে, রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাবে ও ভোরে উঠবে । রাত্রে ৬/৭ ঘণ্টা ঘুমানো দরকার । সুস্থ থাকলে দিনে কখনো ঘুমোবে না । সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এলার্ম ঘড়ি ব্যবহার করা যেতে পারে নিয়মিত পড়াশোনার অভ্যাস তৈরি করো অতীতে রেজাল্ট ভালো হয়নি বলে আগামী রেজাল্ট ভালো যে হবে না এমন চিন্তা মাথায় আনবে না বহু ছাত্র অতীতে রেজাল্ট ভালো না হয়েও পরবর্তীতে ভালো রেজাল্ট করেছে এবং বহু ভালো জীবন তৈরি করতে পেরেছে
   অতীতের সমস্ত বেদনাদায়ক পরিতাপের ঘটনাগুলোকে মনের স্মৃতি থেকে মুচে ফেলো, কারণ সেগুলো তোমাকে বারেবারে আঘাত দেবে অতীতের সমস্ত আনন্দদায়ক সুখের স্মৃতি গুলোকে স্মরণে রেখো কারণ সেগুলোকে স্মরণ করলে তুমি আনন্দ পাবে
আত্মবিশ্বাস গড়ে তোল নিজের মনের ওপর নিয়ন্ত্রন রেখো ঈশ্বরে বিশ্বাস রেখো, তবে কুসংস্কার মুক্ত থেকো নিজেকে কখনো দুর্বল ভেবো না সঞ্চয়ের অভ্যাস অবশ্যই  করবে,সম্ভব হলে পরিবারে নতুন সম্পদ সৃষ্টি করবে তবে জীবনে যা পেয়েছ তা নিয়ে খুশী থাকতে চেষ্ঠা করো, কারণ জীবনে চাওয়া  পাওয়ার কোন শেষ নেই তোমরা ভালো থেকো এই আশীর্বাদ জানিয়ে আজ এখানেই ইতি ।